আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ডিইপিজেড (DEPZ) এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোশাক কারখানার শতাধিক শ্রমিক।
সোমবার (১০ নভেম্বর) সকালে এ বিক্ষোভের সময় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা আধাঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে।
জানা গেছে, একই মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান— এক্টর এক্সপোর্টিং লিমিটেড, সাউথ চায়না ও গোল্ড টেক্স–এর সাধারণ শ্রমিকরা সকাল ৬ ঘটিকার সময়ে ডিইপিজেডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা তিন মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ সময় শিল্প পুলিশ জলকামান দিয়ে বিক্ষোভ কারী শ্রমিকদের ছাত্রবঙ্গ করে দেন।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। দ্রুত বকেয়া বেতন পরিশোধ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করেও কারখানার মালিকপক্ষ বা ডিইপিজেড কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।