
গৌরনদী প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন গণসংযোগ করেছেন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও ভোট চেয়ে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। বিভিন্ন সেøাগানে গণসংযোগ স্থলগুলো মুখরিত হয়। সাড়ে ১০টায় তিনি হাজীপাড়া টিটু শাহের কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন। কলাবারিয়া খ্রিষ্টানপাড়া ক্যাথলিক চার্চ, পিঙ্গলাকাঠী বাজার, কয়াড়িয়া বাজার, কুতুবপুর, বদরপুর, নলচিড়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, দেশনায়ক তারেক রহমান আমাদের সামনে হাজির হয়েছেন। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকতে বাধ্য হয়েছেন। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি দেশে ফিরেছেন। বিমানবন্দরে পৌঁছে তিনি ঘোষণা দিয়েছেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান। তিনি বাঁকা পথে ক্ষমতায় যেতে চান না। রাষ্ট্রের মালিক জনগণ। সেই জনগণই যদি চায়, তবেই তিনি রাষ্ট্রের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। তিনি যে পরিকল্পনার কথা বলেছেন, সে পরিকল্পনা জনগণের কল্যাণে বাস্তবায়নের জন্য কাজ করবেন।