
স্পোর্টস ডেস্ক || ইতিহাস রচনা করে এএফসি এশিয়ান কাপের নকআউট পর্বে কোয়ালিফাই করে ফিলিস্তিন। শেষ ষোলোতেও লড়াই করেছিল বেশ।
তবে কাতারের মতো শক্তিশালী দলের সাথে পেরে ওঠেনি তারা। লড়াই করে হেরে আসর থেকে বিদায় নিল যুদ্ধবিধ্বস্ত দেশটি।
এশিয়ান কাপের শেষ ষোলোতে আল বাইত স্টেডিয়ামে ফিলিস্তিনকে ২-১ ব্যবধানে হারায় কাতার। শুরুতেই ফিলিস্তিনকে ওদেই দাববাঘ এগিয়ে নেওয়ার পর কাতারকে সমতায় ফেরান হাসসান আল হায়দোস। বিরতির পর আকরাম আফিফ জয়সূচক গোলটি করেন।
ফিলিস্তিতে ইসরায়েলের হত্যাযজ্ঞের কারণে শুরুতেই এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় ম্যাচ। স্টেডিয়ামজুড়ে মানুষের সমর্থন পেয়ে ফিলিস্তিন নিজেদের সেরাটা দিয়েই খেলতে থাকে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করার পর দলটি সাফল্য পায় ৩৭তম মিনিটে। কাতারের ডিফেন্ডারের ভুলে বক্সের কাছে বল পেয়ে বসেন দাববাঘ। বাঁ পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ফিলিস্তিনি এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে কাতারকে সমতায় ফেরান হায়দোস। আফিফের নেওয়া কর্নার থেকে গোলটি করেন তিনি। বিরতির পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ফিলিস্তিনের বক্সে কাতারের ফুটবলার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে কাতারকে এগিয়ে নেন আফিফ। বাকি সময় দুই দলই সমানতালে লড়াই চালায়। যদিও আর কোনো গোল হয়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।