
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মাতৃভাষা আন্দোলনে মহান শহিদদের স্বরণে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয় (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীত) এর সম্মুখ থেকে প্রভাতফেরি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ ( দৈনিক আমাদের কন্ঠ/দৈনিক সিলেট বাণী), সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), সদস্য চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), এনআর মিডিয়া সম্পাদক নাসরিন প্রিয়া, অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), কিবরিয়া আহমদ (বাংলা টাইম এন্ড টিউন) প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।