
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী নয়াগ্রাম শিমূলতলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী-২০২৫ইং এর বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল সোমবার (২৪ ফেব্রুয়ারী)।
এ উপলক্ষে মাদ্রাসা হল রুমে ভারপ্রাপ্ত সহ সুপার মাওঃ কবির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আজহারুল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন,জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃ শওকত আলী, মাওঃ কবির হোসেন, মাওঃ এ,বি,এম নূরুল হক, মাওঃ আব্দুল জব্বার, মোজাফ্ফর হোসেন, মাওঃ ইয়াছিন আলী প্রমূখ।
অতিথিরা পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণসহ আগামীর পথ চলা উন্নত জীবন কল্পে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে দোয়া পরিচালনা করেন, মাওঃ শওকত আলী।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।