
সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
সাভারের উত্তর জামসিং এলাকায় বসত বাড়ির ৬ মাসের বকেয়া বিদ্যুৎ বিলের টাকা চাওয়ায় মারধরের শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ-৩ জোনাল অফিসের কয়েকজন কর্মকর্তা।
এ ঘটনায় সাভার মডেল থানায় বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ আঃ মোত্তালিব হোসেন।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানাধীন উত্তর জামসিং এলাকায় এঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, উত্তর জামসিং এলাকার মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মোঃ রিপন (৩৩), মোঃ সেলিম (৩৮), মোছাঃ মনিরা বেগম (৩৪), মোঃ সুমন (৩৩) এবং ওই একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আঃ রশিদ (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ৬ মাসের বকেয়া বিদ্যুৎ বিলের ১০ হাজার পাঁচশত সাতষট্টি টাকা চাইতে গেলে অভিযুক্তরা পল্লী বিদ্যুৎ স্টাফদেরকে লাঠি আর লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। পরে আহত ব্যক্তিরা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্বার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীরা হলেন, মোঃ রিপন আলী (৪০), মোঃ গোলাম হোসেন (৩৬), মোঃ সানি হাসান (৩০), জয় সিকদার (২৫), সৈকত রায়হান (২৬)।
এব্যাপারে সাভার মডেল থানার (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।