
নাটোর : নাটোরের সিংড়া থেকে সংঘবদ্ধ মোবাইল ফোন চোর চক্রের মূলহোতা মো. সম্রাট খাঁসহ (২৪) পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার রাতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানির কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- সিংড়া উপজেলারখাগরবাড়িয়া এলাকার মো: হাছান খাঁ'র ছেলে মূলহোতা মো. সম্রাট খাঁ(২৪), একই এলাকার মোঃ দেলোয়ার খানের ছেলেমোঃ রিদয় খান(২৫), মৃত কালু খাঁ'র ছেলে মোঃ জনি খান(২৮), মৃত গোলজার খাঁ'র ছেলে মো. হাছান খাঁ এবং উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মো. রানা শেখ (২০)।
এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।