সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে পৌর বাজারের দুইটি শাড়ির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে একটি দোকান ভস্মীভূত ও অপরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ১৫/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
রবিবার (১৮ মে) দিবাগত রাত ১২টা ৩০ এর দিকে পৌরসভার ধামরাই বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এ ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানায়, রাত ১২টা ৩০ এর দিকে ময়ুরী বস্ত্রালয় থেকে আগুনের সুত্রপাত হয় এবং তা ছড়িয়ে পরে পাশের শাড়ির দোকানে।
এলাকাবাসী বৈদ্যুতিক খুটির ট্রান্সফার্মারে বিস্ফোরণের শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখে ময়ুরী বস্ত্রালয়ে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ধামরাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর আকিব আলী বলেন, বাজারের রাস্তার কাজ চলমান থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দোকানটি পর্যন্ত আসতে পারেনি। পরে বাজারের পাশে একটি মাঠে গাড়ি রেখে এরপর পাইপ টেনে পানি নেয়ার ব্যবস্থা করা হয়।
ময়ুরী বস্ত্রালয়ের মালিক আব্দুস সালাম বলেন, খবর পেয়ে দৌড়ে আসি। সাটারের তালা ভেঙ্গে দোকান খুলতে খুলতে দেখি দোকানের মালামাল সব পুড়ে শেষ একথা বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ শামসুল আলম বলেন, স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা দ্রুত আসার চেষ্টা করি। বাজারের রাস্তার উন্নয়ন কাজ চলমান থাকায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
দ্রুত বিকল্প রাস্তা খুজেঁ না পেয়ে দুরবর্তী স্থান থেকে পাইপ লাইন টেনে আগুন নির্বাপনের কাজ শুরু করি। আমাদের দুইটি ইউনিটের প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে।