
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাতে গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালের কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম শাহ-ই-আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। পরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক।
উচ্চ মাধ্যমিকের গন্ডি পেড়িয়ে সর্বোচ্চ শিক্ষা লাভ করে সমাজ, দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, তোমরাই দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণে এগিয়ে যাবে দেশ। সেই সাথে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। নিজের যোগ্যতা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মজীবনের সফলতার মাধ্যমে অত্র কলেজের সুনাম বয়ে আনবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।