জগন্নাথপুর প্রতিনিধি : রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০শে মে) দুপুরে জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নাদের আহমদ।
বিএনপি নেতা আবিবুল বারী আয়হান এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক,যুবদলের সাবেক আহ্বায়ক এম এ কয়েস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন,মেজর (অবঃ) সৈয়দ আলী আশফাক শামী,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এ টি এম হেলাল, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছবিল নুর বাচ্চু,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক গুলজার আহমদ চৌধুরী প্রমূখ।
বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ময়নার কোরআন তেলোয়াত ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজার স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলফুজ্জামান বকুল, শান্তিগঞ্জ উপজেলা জাসাস আহ্বায়ক নাজমুল হোসেন,শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, মীরপুর ইউনিয়ন বিএনপির নেতা মতিউর রহমান, যুবদল নেতা শামিনুর রহমান, মীরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্বাস আহমদ,উপজেলা যুবদল নেতা, তাজুল হোসেন জিম্মাদার, আফরোজ আলী, সোহেল আহমদসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।