1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী আন্দোলনকালে হত্যাচেষ্টার অভিযোগের একটি মামলায় গ্রেপ্তারকৃত অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন ওই কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নুসরাত ফারিয়ার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃদ ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তার জামিনের আদেশ দেন।

ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, ছাত্রজনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। এ ঘটনায় তিনি ৩ মে ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে ভাটারা থানা।

তিনি আরো জানান, নুসরাত ফারিয়া একজন স্বনামধন্য অভিনেত্রী। মামলায় উল্লেখিত ঘটনার সময় তিনি দেশে ছিলেন না, বিদেশে ছিলেন। আন্দোলনের আগে ৯ জুলাই শুটিং করতে কানাডায় যান। সেখান থেকে তিনি ১৪ অগাস্ট দেশে ফিরে আসেন। তিনি আন্দোলনের স্বপক্ষে ছিলেন। মামলার ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। এমনকি আওয়ামী লীগের সাথেও তার সম্পৃক্ততা নেই।

প্রসঙ্গতঃ শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করেছেন। এ ছাড়াও তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD