শেখ মোঃ ইব্রাহীম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ১৫ কি.মি. এলাকা জুড়ে যানজট রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ সড়কে থেমে থেমে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বারিউড়া থেকে বিশ্বরোড় হয়ে বেড়তলা ও সুহিলপুর পর্যন্ত যানজট লেগে আছে।
বিশ্বরোড মোড়ের গোলচত্বরের চারপাশে মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের কারণে ধীরগতিতে চলছে যানবাহন। বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় পানির ওপর গাড়ি চললে উল্টে যাওয়ার ভয়ে চালকরা গাড়ি থামিয়ে রাখেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়কে চলমান উন্নীতকরণ কাজটি ২০১৭ সাল থেকে ধীরগতিতে চলছে। নানা কারণে মাঝে কয়েক দফায় কাজ বন্ধ ছিল। এ কারণে সরাইল বিশ্বরোড মোড় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনগুলো ধীরগতিতে চালাতে হচ্ছে। এতে প্রায় প্রতিদিন সেখানে যানজট লেগে থাকে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ মামুন রহমান বলেন, বিশ্বরোড মোড়ের চারপাশে বড় বড গর্তের জন্য যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।