1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য হয়নি, সিদ্ধান্ত কমিশনের ওপর: আলী রীয়াজ বেনাপোল বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার আমদানি পণ্য হুমকিতে, আবারও বন্ধ পণ্য খালাস পাঁচ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ভিসা জটিলতায় বেনাপোলে যাত্রী ধস, কমেছে সরকারের আয় ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জু ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে সাবেক ছাত্রদল নেতার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ধামরাইয়ের কিশোর সিফাত বাঁচতে চায় ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক হত্যা, ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক || সাভারের আশুলিয়ায় ছুরিকাঘাতে খোকন মিয়া (২৮) নামের এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ই জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) আরাফাতুল ইসলাম। এর আগে ১০ জুন রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় ছিনতাইকারীর হাতে খুন হন পোশাক শ্রমিক খোকন মিয়া।

নিহত খোকন মিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার বালুয়া ভাটপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে। সে আশুলিয়ার জিরাবো মাদবরবাড়ি এলাকার শামসুলের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।

অন্যদিকে গ্রেপ্তার ছিনতাইকারী মাসুদ ওরফে জামাই মাসুদ ওরফে রানা (৩৭) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামধলা গ্রামের সোলেমান মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১০ জুন রাত তিনটার দিকে গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে করে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে নামেন পোশাক শ্রমিক খোকন ও তার স্ত্রী জাহিদা খাতুন। পরে তারা পায়ে হেঁটে বাইপাইল বগাবাড়ি এলাকার সুজুকি জাপান বাইক সিটির সামনে পৌঁছলে তাদের গতিরোধ করে ছিনতাইকারী মাসুদ। একপর্যায়ে তাদের সাথে থাকা মোবাইল ফোন ছিনতাই করলে মাসুদকে ঝাপটে ধরে খোকন।

এ সময় ছিনতাইকারী মাসুদ তার হাতে থাকা ছুরি দিয়ে খোকনকে আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গুরুতর অবস্থায় পোশাক শ্রমিক খোকনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ খোকনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, ঘটনার পরের দিন নিহতের স্ত্রী জাহিদা খাতুন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা (নং ৩৪) করেন। পরে উন্নত প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল এসএ পরিবহনের গলি থেকে ছিনতাইকারী মাসুদকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে এসএ পরিবহনের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করায় আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির, আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD