1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য হয়নি, সিদ্ধান্ত কমিশনের ওপর: আলী রীয়াজ বেনাপোল বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার আমদানি পণ্য হুমকিতে, আবারও বন্ধ পণ্য খালাস পাঁচ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ভিসা জটিলতায় বেনাপোলে যাত্রী ধস, কমেছে সরকারের আয় ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জু ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে সাবেক ছাত্রদল নেতার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ধামরাইয়ের কিশোর সিফাত বাঁচতে চায় ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

চিরচেনা সেই প্রবাদ বাক্য যেন আজ বাস্তবে রূপ নিচ্ছে, ময়লার ডাস্টবিন এখন ময়লার ভাগাড়ে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকায় বিভিন্ন স্থানে হাট-বাজরসহ জনস্বার্থে সরকারের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে ময়লা ফেলার প্লাস্টিকের ডাস্টবিন। যার উদ্দেশ্য ছিলো, পরিচ্ছন্ন শহর গড়ার মাধ্যমে নাগরিকদের একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিবে। কিন্তু বাস্তব চিত্র তার উল্টো। পৌর এলাকার ১নং ওয়ার্ডের দখিনাঞ্চলের ব্যবসায়ী কেন্দ্র ঐতিহ্যবাহী টরকী বন্দর।

এ বন্দরে বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে ডাস্টবিন। ডাস্টবিনের গায়ে বড় করে লেখা “আমাকে ব্যবহার করুন” সেই ডাস্টবিন আজ নিজেই পড়ে আছে ময়লা আবর্জনার স্তুপের মধ্যে। এমন চিত্র দেখায় গেছে টরকী বন্দরের কীটনাশক সার ব্যবসায়ী মের্সাস খান স্টোরের পিছনে দু’টি প্লাস্টিকের ময়লা ফেলার ডাস্টবিন দু’টি রাখা এক সাথে একটি মধ্যে একটি এবং তার পাশেই আরও একটি ডাস্টবিন উল্টো করে মলার ভাগাড়ের মধ্যে ফেলে রাখা হয়েছে। চারপাশে ময়লার দুর্গন্ধ, নোংরা পানি। ডাস্টবিনের অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেখানে পৌছানোই মানুষের কষ্টকর, ব্যবহারের অনউপযোগি। ফলে সাধারণ মানুষ ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা না পেয়ে টরকী বন্দরের যেখানে-সেখানে ফেলছে ময়লা। এতে করে পরিবেশ দূষণ বাড়ছে, বাড়ছে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি।

এবিষয় টরকী বন্দরের কীটনাশক সার ব্যবসায়ী মো. লিটন খান অভিযোগ করে “বলেন ময়লার ডাস্টবিনে ময়লা না ফেলে আমার দোকানের পিছনে মলায় ফেলে যায়। এছাড়া রাতের আধাঁরে একটি ময়লা ফেলার ডাস্টবিন মলার মধ্যে উল্টো করে ফেলে রেখেগেছে। এছাড়া রাতের আধারে কোন এক স্থান থেকে রাতের আঁধারে ময়লার ডাস্টবিন এনে উল্টো করে ফেলে রেখে গেছে।”

পরিবেশ নিয়ে কাজ করা গণমাধ্য কর্মী ও সোস্যাল ওয়ার্কার সোয়েব সিকদার “বলেন আমাদের এলাকায় প্রায় ৬৭ টি পরিবারের বাস এখানে। আমরা চাই এখানে কেউ ময়লা না ফেলুক। ময়লা ফালানোর নির্ধারিত স্থান নির্বাচন করা অতিব গুরুত্বপূর্ন। পাশাপাশি এই রাস্তাটির আমরা সংস্কার চাই। আশা করি উপজেলা প্রশাসন এটি সুরাহা করবেন।”

“এছাড়ার তিনি আরও বলেন পৌরসভা কতৃক যে ডাস্টবিন গুলো দেওয়া হয়েছে তার সঠিক ব্যবহার করছে না কেউই। মানছে না আইন, যে যার মতন করে ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলে রাখছে যার ফলে বৃস্টি হলেই ময়লা আটকে যায় এই সরু রাস্তাটি ড্রেনের গোড়ায়। প্রতিদিন এই রাস্তায় শত মানুষের যাতায়াত থাকে। বৃষ্টি হলে ময়লা আটকে জলাবদ্ধতা তৈরি হয় এর কোনো নিরসন মনে হয় নেই। বৃস্টির দিনে আমরা কয়েকজন এই ময়লা নিজের হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে পানি নিস্কাশন এর ব্যবস্থা করি।”

স্থানীদের অভিযোগ এটি শুধু অব্যবস্থাপনা নয়, বরং সরকারের অর্থ অপচয়ের একটি করুণ উদাহরণ। প্রকল্পের নামে কাগজে-কলমে যে উন্নয়ন দেখানো হয়, মাঠপর্যায়ে তার কোনো সুফল জনগণ পাচ্ছে না। জনগণের করের টাকায় কেনা এই ডাস্টবিনগুলো যদি সঠিকভাবে বসানো না হয়, নিয়মিত পরিষ্কার না করা হয়, তাহলে এমন উদ্যোগ বরং জনদুর্ভোগ বাড়াবে, উন্নয়ন নয়, হবে অনউন্নয়ন।

এবিষয়ে জানতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরীকে একাধীকবার সরকারি মোঠুফোনে ফোন করে ফোন না ধরায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD