1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

নেত্রকোনা ৬ বছরের শিশু সৌরভ হত্যার মামলায় দুই ভাই গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন ফতেপুর দেওসহিলা সৌরভ নামের এক (৬ বছরের) শিশু হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আপন দুই ভাই সাবেক ইউপি সদস্য লালন মিয়া (৫৬)ও নোপুর মিয়া (৩৬) উভয় পিতা মৃত আস্কর আলী।

রোজ (বুধবার ১৮ জুন) আসামি দুজনকে নেত্রকোনা জেল হাজতে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত (ওসি) তদন্ত শ্রী দেবাংশো নিশ্চিত করে বলেন, গত সোমবারে শিশু খুনের ঘটনা দুজনকে আটক করা হয় পরে মঙ্গলবার রাতে নিহতের পিতা বাদী হয়ে জিয়াকে নামের একজনকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে এবং ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা ও পারিবার সূত্রে জানা যায়, শিশু সৌরভ গেল সোমবার ভোরে পাশের বাড়ির গৃহ শিক্ষিকা পলাশা আক্তারের নিকট প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যায়।

প্রাইভেট পড়ে বাড়িতে না আসার কারণে পরিবারের লোকজন তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন।

পরে একই গ্রামের বনর চৌধুরী গরুর গোয়াল ঘর শিশুটির রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীরা শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসার পথে শিশুটি মারা যায়।

জানা যায়, বনার চৌধুরীর বাড়ির গোয়াল ঘরের পাশে জাহাঙ্গীরের দোকানে ৫০ টাকা দিয়ে পাইলট সিগারেট আনতে পাঠায় অজ্ঞাত দুই ব্যক্তি। এরপরে পাওয়া যায় স্বরূপ নামের ৬ বছরের শিশুটি বুকে দুটি ধারালো অস্ত্রের আঘাত রক্তাক্ত জখমের চিহ্ন মরদেহটি।

মদন থানা (ওসি) তদন্ত শ্রী দেবাংশো বলেন, শিশু হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD