সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়াও প্রতিদিন বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসেন এক হাজারেরও বেশি রোগী। প্রায় ৩ লাখ জনগোষ্ঠীর জন্য মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে পরিপূর্ণ চিকিৎসাসেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। রোগীদের তুলনায় চিকিৎসক কম থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করে আছে। কিন্তু কয়েকটি বিভাগের ডাক্তার না থাকায় রোগীরা চিকিৎসা না নিয়েই ক্ষোভ নিয়ে চলে যাচ্ছেন। এই হাসপাতালে ১৯ জন চিকিৎসকের পদ রয়েছেন। ১০ জন চিকিৎসক স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকার নির্দেশ থাকলেও মাত্র ৪ জন কর্মরত আছেন এবং ৬ জন দেশের অন্যত্র রয়েছেন।
দীর্ঘদিন ধরে হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), সিনিয়র কনসালট্যান্ট (নিউরো মেডিসিন), সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স), সিনিয়র কনসালট্যান্ট (নিফ্রোলজি), সিনিয়র কনসালট্যান্ট (এন্ডোক্রিনোলজি), সিনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যেীন), সিনিয়র কনসালট্যান্ট (ইউরোলজি), সিনিয়র কনসালট্যান্ট (চক্ষু), সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), কনসালট্যান্ট (চক্ষু), কনসালট্যান্ট (নাক, কান ও গলা) এবং কনসালট্যান্ট (শিশু) বিশেষজ্ঞ পদ শূন্য রয়েছে। চিকিৎসকদের এমন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় রোগীদের চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নিজাম উদ্দিন বলেন, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তার পরেও আমরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদ গুলো পূরণের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। আশা করি, এসব সমস্যার সমাধান শিগগির হবে।