সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্বাসিত করার জন্য, সবচেয়ে আগে ধ্বংস করেছিল নির্বাচন ব্যবস্থা। শুধু তার দল থাকবে, আর কোনো দল থাকবে না। এই পরিকল্পনা নিয়ে সে এগিয়ে যাচ্ছিল। সে রাষ্ট্রের সব ব্যবস্থাকে ধ্বংস করেছে, সব ইন্সটিটিউশন ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে। ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা।
সোমবার (২৩ জুন) বিকেলে ঢাকার ধামরাইয়ে ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ ও সুসংগঠিত করার লক্ষ্যে ধামরাই উপজেলা ও পৌরসভা ওলামা দলের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
নাজমুল হাসান অভি বলেন, ভোট দিতে যেতে পারবে না, ভোট কেন্দ্রেই যেতে দেবে না। ২০১৪ সালে ভোট হয় নাই। ২০১৪ সালে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সরকার ঘোষণা করেছে। ভোট কেন্দ্রগুলোতে কুত্তা ঘুরাঘুরি করেছে।
তিনি আরোও বলেন, সেসময়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে সহযোগিতা করেছিলো প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। তাই তার জনগণ তার এমন পরিণতি করেছে।
অভি বলেন, স্থানীয় পর্যায়ে ওলামা দলকে আরও সক্রিয় ও গতিশীল করতে এই সভার আয়োজন করা হয়।
ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক এইচ এম মাসুদ রানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব রবিউল আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ বদরুল আলম সুমন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাজু আহমেদ, ধামরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহ্বায়ক মীর আকিব আলী প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও আদর্শিক ভিত্তিতে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।