1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য হয়নি, সিদ্ধান্ত কমিশনের ওপর: আলী রীয়াজ বেনাপোল বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার আমদানি পণ্য হুমকিতে, আবারও বন্ধ পণ্য খালাস পাঁচ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ভিসা জটিলতায় বেনাপোলে যাত্রী ধস, কমেছে সরকারের আয় ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জু ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে সাবেক ছাত্রদল নেতার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ধামরাইয়ের কিশোর সিফাত বাঁচতে চায় ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

নেত্রকোণায় বিএনপি নেতার জমি দখলের চেষ্টায় হামলা, দুই শতাধিক চারাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নেত্রকোণার আটপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান ও তার ভাই মজিবুর রহমান খান এর পৈত্রিক সূত্রে পাওয়া ৫৪ শতাংশ জমিতে তৈরি বাগানের দুই শতাধিক  ফলজ ও বনজ চারাগাছ কেটে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে জেলার আটপাড়া উপজেলার গোয়াতলা পশ্চিমপাড়ায় বিএনপি নেতা ও তার ভাইয়ের বাগানে এই হামলার ঘটনা ঘটে। এসময় বাগানে এক বছর পূর্বে রোপিত প্রায় দুই শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কেটে ফেলেছে ভূমিদস্যু হাছান ইউসুফ খান এবং তার লোকজন। এঘটনায় ওইদিন বিকেলে আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিএনপি নেতার ভাই মজিবুর রহমান খান।

অভিযোগে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান ও তার ভাই মজিবুর রহমান খানের পৈত্রিক জায়গা জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ চালিয়ে আসছে হাছান ইউসুফ খান নামের এই ব্যক্তি।

অভিযুক্ত হাছান ইউসুফ খান একই গ্রামের মৃত হাফিজুর রহমান খানের ছেলে।

পৈত্রিক সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকালে পৈত্রিক সূত্রে পাওয়া বিএনপি নেতা হাবিবুর রহমান ও তার ভাই মজিবুর রহমানের ৫৪ শতাংশ জমিতে এক বছর পূর্বে রোপিত ২ শতাধিক বনজ ও ফলজ চারাগাছের বাগানে দেশিও অস্ত্র দা, কুড়াল, লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে কেটে ও ভেঙে ফেলে দিয়েছে উচ্ছৃঙ্খল, ঝগড়াটে, দাঙ্গা হাঙ্গামাকারী, ভূমি দস্যু এবং পরধনলোভী প্রকৃতির ব্যক্তি হাছান ইউসুফ খান এবং তার সঙ্গীয় লোকজন মোঃ হালিম খান, রুবেল মিয়া, সাদ্দাম,বাবুন মিয়াসহ আরো অনেকে।

অভিযোগকারী মুজিবুর রহমান খান জানায়, এই ভূমি দস্যু হাছান ইউসুফ খানের সাথে পূর্ব থেকেই জায়গা জমি ও বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলে আসিতেছে আমাদের। আমাদের দুই ভাইয়ের পৈত্রিক জমিতে বাগানের চারদিকে বাঁশের খুটি দ্বারা বেড়া দিয়া ৫০ টি আমগাছ, ২০ টি কাঠাল গাছ, ১০০ টি মেহগনি গাছ ও ২০ টি রেন্ট্রি গাছের চারা বিগত এক বছর আগে রোপণ ও পরিচর্যা করে আসিতেছি। ফলজ ও বনজ গাছের চারাগুলি অনেক সতেজ হয়েছিলো। পূর্ব শত্রুতার জের ধরে ২৩ জুন ২০২৫ ইং তারিখ সকাল অনুমানিক সাড়ে ৮ টার সময় আটপাড়া উপজেলার গোয়াতলা পশ্চিমপাড়া সাকিনস্থ আমার নিজ বসত বাড়ীর পিছনের বাগানে হাছান ইউসুফসহ বাকিরা দলবদ্ধ হয়ে অনধিকার ভাবে বাগানের ভিতর প্রবেশ করে তাদের হাতে থাকা অস্ত্র পাতি দিয়ে হাছান ইউসুফের হুকুমে সকলে মিলে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রপাতি দা, কুড়াল দিয়ে আমাদের রোপিত বনজ ও ফলজ গাছের চারা গুলো কুপিয়ে কাটতে থাকিলে আমরা দেখতে পেয়ে তাদের বাধা নিষেধ দেই। তারা আমাদের বাধা নিষেধ অমান্য করে আমাদেরকে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রপাতি দিয়ে হুমকি ও ভয়ভীতি দেখায়। আমাদের রোপিত বাগানের সমস্ত গাছের চারা কুপিয়ে কেটে ফেলে দেয় ও বাঁশের খুটি, চারপাশে বেড়া ভেঙে ফেলে দেয়। এতে আমাদের অনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরবর্তীতে আমাদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের ফিরায়ে দেয়।  ঘটনাস্থলে আসা আশেপাশের লোকজন (মামলায় উল্লেখিত সাক্ষীগণ) ঘটনাটি তারা দেখেন এবং অবগত আছেন।

অভিযোগে উল্লেখিত হাছান ইউসুফসহ তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার সময় আমাদেরকে খুন জখমের হুমকির মাধ্যমে ভয়ভীতি দেখায়।

পরবর্তীতে আমি নিরুপায় হয়ে হামলা দিয়ে বাগানের চারাগাছ কেটে ফেলা ও আমাদের খুনের হুমকি প্রদানে হাছান ইউসুফসহ জরিত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি এবং প্রশাসনের নিকট আমাদের জানমালের নিরাপত্তা চেয়ে আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হই।

গোয়াতলা পশ্চিমপাড়ার খায়রুল ইসলাম খান জানান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান ও তার ভাই মজিবুর রহমান খানের পৈত্রিক জমিতে প্রথম অবস্থায় যখন তাদের বাগানে গাছেরচারা রোপণ করেন। তখনও আওয়ামিলীগের ক্ষমতা দেখিয়ে খুব দাপট ও হুমকি ধামকি দেয় তাদের। গত সোমবার সকালেও আমাদের সামনেই ভূমিদস্যু হাছান ইউসুফ খান তাদের বাগানের সকল চারাগাছ এবং চারপাশের বেড়া গুলো ভেঙে ফেলে দেয়।

একই গ্রামের মেয়ে(গৃহবধূ) তরিকা আক্রান্ত জানায়, সোমবার সকালে হাবিবুর রহমান খান ও তার ভাইয়ের পৈত্রিক জমিতে বজন ও ফলজ গাছের বাগানের চারাগাছ গুলো পূর্বে কেটে ও তুলে ফেলার  ঘটনা ঘটিয়ে ছিলো। এর পরেও তারা পুনরায় চারাগাছ রোপণ করে। গত সোমবার সকালেও আবার এই হাছান ইউসুফ তার লোকজন নিয়ে বাগানের সব চারাগাছ কেটে এবং তুলে ফেলে দেয়। এমনি বাগানের চারপাশের বেড়া গুলো ভেঙে ফেলে দেয়। এতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই গ্রামের কাজল মিয়া নামের বয়স্ক ব্যক্তি বলেন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পাই জসিম, রুবেল ও হালিমসহ আরো অনেকেই বাগানের বেড়া ভেঙে চারাগাছ গুলো তুলে ফেলে দিচ্ছে। পরে আমি এই ঘটনা আমার কাজে চলে যাই।

অভিযুক্ত হাছান ইউসুফ খান এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মুঠোফোনে মাধ্যমে জানতে চাইলে, তিনি হামলার ও খুনের হুমকির বিষয়টি জানতে চাইলে তিনি, হামলা বা হুমকির দেয়ার কথা মিথ্যা বলে অস্বীকার করেন। এবং বিএনপি নেতা ও তার ভাইয়ের চারাগাছ রোপিত বাগানটি পৈত্রিক সম্পত্তি হিসেবে নিজের অংশ আছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা প্রদীপ চক্রবর্তী জানান, এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে  আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD