আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় এক ইটালি প্রবাসীকে পিটিয়ে গুরুতর আহত করে সাত হাজার ইউরো ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ পাঁচ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৮ জুন) রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ইটালি প্রবাসী আবুল কালাম আজাদ। মামলার আসামিরা হলো, আশুলিয়ার কলতাসুতি মরিচকাটা এলাকার শীর্ষ মামলাবাজ মতিউর রহমান, তার স্ত্রী সখিনা বেগম, সিয়াম আহমেদ, ধামরাইর ডেমরান এলাকার শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ার কলতাসুতি মরিচকাটা এলাকার ইটালি প্রবাসী আবুল কালাম আজাদকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর করে সাত হাজার ইউরো ছিনিয়ে নেয় আসামিরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পরে থানায় মামলা রেকড করেন।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।