1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

যশোর বাড়ি ঘেরাও করে আটক শীর্ষ সন্ত্রাসী বাপ্পির ঢাকার আস্তানা থেকেও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর সদর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়ি থেকে আটক শীর্ষ সন্ত্রাসী বাপ্পির ঢাকার আস্তানা থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ওরফে মোহাম্মদ আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক ও আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং কামরুল হাসানকে যশোর থেকে আটক করা হয়। যশোর থেকে আটকের সময় তাদের হেফাজত থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬টি গুলিভর্তি ম্যাগজিনসহ মোট ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাপ্পির দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন বাদশা মিয়া রোড বসতবাড়ি আবাসিক এলাকার বসতবাড়ি একটি ভবনের ৫ম তলা ডি-৪ ফ্ল্যাটে তার ব্যক্তিগত তালাবদ্ধ রুমে তল্লাশি চালানো হয়। এ সময়ে ওই রুমের ভেতর থেকে ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ আরো ১৪৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি পুলিশ লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ডিবি পুলিশ লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গত ১৮ জুন রাত ৯টার দিকে রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রহমান নামে একজনকে আটক করে। পরবর্তীতে আটক আব্দুর রহমানের দেওয়া তথ্য দেওয়া মতে ডিবি পুলিশের আভিযানিক দল রাত ১২টার দিকে ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার কালারের প্রাইভেটকারকে থামানোর জন্য সংকেত দেয়।

এই সময় গাড়িতে অবস্থানরত দুই মাদক কারবারি আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান। তাদের ছোঁড়া গুলিতে ডিবি পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন জনকে আটক করা হয়।

এছাড়া মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনার মূল হোতা বাপ্পি। তাকেসহ জড়িত অন্যদের ধরতে ডিবি পুলিশ রাজধানী ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দোতলা বাড়ি থেকে সন্ত্রাসী বাপ্পি ও তার বোমা রিপন ও কামরুলকে আটক করা হয় গ্রেফতারকৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD