জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১০:৩০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, মহেশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আবু সাঈদ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাকসুদুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগ সেক্রেটারি ও সাবেক খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি জিএম মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়তের যুব বিভাগ সভাপতি ডিএম জাহিদুল ইসলাম, ক্রিড়া শিক্ষক আব্দুর রাজ্জাকসহ অন্যান্ন দ্বায়িত্বশীলবৃন্দ।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন-কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম,কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন,প্রথম আলোর কয়রা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন,সাংবাদিক মনিরুজ্জামান মনু,কালবেলার কয়রা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ হোসেন,সাংবাদিক রিয়াজুল আকবর,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, এনটিভির কয়রা উপজেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম, গোলাম রব্বানী।
উন্মুক্ত আলোচনায় টেকসই বেড়িবাঁধ, হাসপাতাল নির্মাণ, নিষিদ্ধকালীন সময়ে বনজীবিদের বিকল্প আয়ের ব্যবস্থা,মাদক ও চোরাচালান বন্ধ,কাবিটা ও কাবিখার কাজে অর্থ হরিলুট,সহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।