1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

মদনে কৃষক লাহুত হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি : র‍্যাব -১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ও নারায়ণগঞ্জের র‍্যাব -১১ এর সদর কোম্পানি কর্তৃক যৌথ অভিযান।নেত্রকোনার মদন উপজেলার বারবুবাড়ি গ্রামের কৃষক লাহুত মিয়া (৪০) খুনের প্রধান আসামি মানিক মিয়া( ৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধান আসামি মানিক মিয়া উপজেলা মদন ইউনিয়ন বারবুড়ি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। খুন হওয়া কৃষক একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।

রোজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১৪ ( সিপিসি -২ ) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

এরআগে গত সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ শেয়ারচর হাজীবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এ হত্যা মামলার এক প্রধান এজাহার ভুক্ত আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাবের যৌথ আভিযানিক দল।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী লাহুত মিয়া গত ১১ মে, সকাল আনুমানিক ১০টার দিকে তার খালাতো ভাই স্বপন মিয়ার বাড়িতে আসে। এসময় মানিক মিয়াসহ অপরাপর আসামিরা পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীর উপর অতর্কিত হামলা চালায় এবং রক্তাক্ত জখম করে। ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ভুক্তভোগীর অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

পরবর্তীতে গত ১৪ মে দুপুর আনুমানিক ২টার দিকে মমেক হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাহুত মিয়া। তার মৃত্যুপর ভুক্তভোগীর বড় ভাই আবুল বায়েছ (৪২) বাদীয় হয়ে গত ১৭ মে মদন থানায় মামলা হত্যা মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, এ হত্যা মামলায় গ্রেফতারকৃত মূল আসামি মানিক মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ( ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, কৃষক লাহুত মিয়া খুনের মূল আসামি মানিক মিয়াকে র‌্যাব- ১৪ ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে আজ তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD