
হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে টিসিবির পণ্য বিতরণে মাঘান ইউনিয়নের ডিলার আতিকুল এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
রোজ বুধবার ৭ ফেব্রুয়ারি বিকালে এ ঘটনায় ভুক্তভোগী কার্ডধারী অনেকেই জানান, টিসিবি কার্ড নিয়ে ঘুরে যাচ্ছি, টিসিবির মাল ইউপি সদস্যদের কাছে রেখে চলে যায় প্রতিমাসে ডিলার নাসের স্টোর এর মালিক আতিকুল মিয়া।
সরজমিনে গিয়ে অনুসন্ধানে জানা যায় , ৪ মাস ধরে ডিলার নাসের স্টোর এর মালিক আতিকুল মিয়া মাঘান ইউনিয়নে টিসিবির মাল বিতরণ করে যাচ্ছে। প্রতিমাসেই অনিয়ম আর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অনেক গ্রাহকের কার্ড ইউপি সদস্যদের মাধ্যমে জমা নেওয়া পরে ,টিসিবির পণ্য ইউপি সদস্যদের কাছে রেখে টাকা নিয়ে চলে যায় ডিলার নাসের স্টোরের মালিক আতিকুল মিয়া। ভুক্তভোগীরা টিসিবির পণ্য পেল কি না পেল এটা তার দেখার বিষয় না। ইউপি সদস্যরা পরে টিসিবির পণ্য কার্ড দেখে বিতরণ করেন, কিন্তু অনেকেই পণ্য পায় না।
এ ব্যাপারে মাঘান ইউনিয়নের টিসিবির ডিলার নাচের স্টোরের মালিক আতিকুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাঘান ইউনিয়নের কার্ডারীদের অনেকের সমস্যা রয়েছে। বিষয়টা আমি পূর্বেই ইউএনও স্যারের সাথে কথা বলেছি। টিসিবির পণ্য বিতরণের সময় ট্যাগ অফিসার উপস্থিত থেকে টিসিবির পণ্য বিতরণ করার কথা। কিন্তু টিসিবির ডিলার তা তিনি করেননি। টিসিবি মাল বিতরণ শেষে কিছু মাল ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ করি আমি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল তিনি জানান, মাঘান ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণ করেছে ডিলার এ বিষয়ে আমি অবগত না। মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া তিনি এ প্রতিনিধিকে বলেন অনিয়মের বিষয়টা শুনেছি, ভুক্তভোগী পরিবারকে বলেন লিখিত অভিযোগ দিতে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোনা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও ব্যবসা বাণিজ্য শাখা ) আফতাব আহমেদ তিনি বলেন, উপজেলা মাঘান ইউনিয়নে যারা টিসিবির পণ্য পাইনি এমন ভুক্তভুকিকে বলেন লিখিত অভিযোগ করার জন্য মদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।