
সাভারের আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আমান হোসেন শেখ ভূট্টো (২৭) ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং নেতা সাব্বিরের নেতৃত্বে অন্তত ৬০-৬৫ জনের একটি সংঘবদ্ধ দল ওই পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এলাকার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, আশুলিয়ার সরকার মার্কেট এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কাছে থাকা আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেড কারখানার পাশে থাকা আয়াশ ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে গত সোমবার (০৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে আট্টা থেকে নয়টার দিকে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং নেতা সাব্বির। পরে তারা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং ব্যবসা প্রতিষ্ঠানের নতুন ৩টি বিক্রীর মোবাইল, বিকাশ ব্যবসায় ব্যবহৃত মোবাইল, ১ লাখ ৩০ হাজার নগদ টাকাসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী মোঃ আমান হোসেন শেখ (ভূট্টো) আজকের প্রতিনিকে বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে যাওয়ার পর সাব্বির দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে আমার ওপর সন্ত্রাসী হামলা চালায় এবং হত্যার হুমকি দেয়। আমরা শুধু মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কিন্তু এখন নিজেরাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার ও নিরাপত্তা দাবি করছি।
সন্ত্রাসী হামলা শেষে ঘটনা স্থান পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর দল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আশুলিয়া থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
https://www.youtube.com/watch?v=Uq8gJ7wfArw
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।