
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলাধীন ৪নং ওটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর পূর্ব ওটরা গ্ৰামের মোঃ আমিরুল ইসলাম (৮ ফেব্রুয়ারি) তারিখ সহকারী কমিশনার ( ভূমি ) উজিরপুর এর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মোঃ আমিরুল ইসলাম বলেন আমাদের রেকর্ডিয়ো জমির উপর দিয়ে ডাকুয়া বাড়ীর রাস্তা চলে গেছে। পূর্বেই উক্ত রাস্তা নির্মানের জন্য প্রথমত প্রভাব শালীদেরকে ৮ ফুট রাস্তার জন্য জায়গা দেয়া হয় । যা পরবর্তীতে প্রভাব-শালীরা রেকর্ডিয়ো মালিকদের আপত্তি থাকা সত্ত্বেও জোর - জবরদস্তি করে ১২ ফুট করে নেয় ।
অতঃপর প্রভাব-শালীরা বর্তমানে উক্ত রাস্তা ১৪ ফুট রাস্তা করার জন্য আমাদেরকে জোর - জবরদস্তি করছে । তাতে আমরা বাঁধা প্রধান করলে তারা বিভিন্ন ধরনের হুমকি - ধামকি দিচ্ছে । এবং জোরপূর্বক রেকর্ডিয়ো জমি দখল করে নেবে বলে হুমকি দিয়েই যাচ্ছে । বর্তমানে প্রভাব-শালীদের অত্যাচারের বিরুদ্ধে এক প্রকার অতিষ্ঠ হয়ে সহকারী কমিশনার (ভূমি) উজিরপুর অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করি ।
আমরা সহকারী কমিশনার ভূমি উজিরপুর এর নিকট লিখিত অভিযোগ দায়ের করে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।