
খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে চারজনের। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।
শনিবার বিকালে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের সাব্বির মোড়ল (২৩), উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) এবং অজ্ঞাত এক তরুণী (২৬)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, সাতক্ষীরা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খুলনা অভিমুখী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। আহত তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন; হতাহতরা সবাই ইজিবাইক যাত্রী বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।