
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থানা পুলিশের ওপেন হাউজ ডে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) অনুষ্ঠিত হয়। থানা পুলিশের আয়োজনে এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশিষ চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ সভাপতি সহ-সভাপতি নূর নবী জামায়াতে ইসলামীর সেক্রটারী রজব আলী, জামায়াতে ইসলামির নায়েব আমির, মিজানুর রহমান মাষ্টার, বিএনপির পৌর সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ- সভাপতি মামুনর রশীদ, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব আলী, বিএনপি ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও জামায়াতে ইসলামীর সভাপতি সম্পাদকসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান মঞ্চালনা করেন এসআই রনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা কেউ সমালোচনার উর্ধ্বে নয়, তাই আমাদের সমালোচনা করবেন আমি ওসি সাহেব কে বলেছি মানবিক বিষয়গুলো আগে দেখতে। তিনি আরো বলেন, রাণীশংকৈলের স্বার্থে আমরা সবাই এক।
এ উপজেলার ভালো খবর শুনলে আমাদের ভালো লাগে আর খারাপ কিছু শুনলে কষ্ট লাগে।আমরা যেহেতু রাণীশংকৈলের একটি অংশ তাই এ উপজেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এজন্য আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।