
স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ রাজশাহীর মোহনপুর থানায় কর্মরত এএসআই আখতারুল ইসলাম (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হতে তিনি বুকে ব্যথা অনুভব করলে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন।
পরে ইসিজি প্রতিবেদনের পর দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল সদর।
তার মৃত্যুতে মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান অফিসার ইনচার্জ ওসি হরিদাস মণ্ডল।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।