
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে প্রশাসন। এই অপারেশনের তৃতীয় ধাপের পঞ্চমদিন শনিবার পটুয়াখালীর রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার দুইটি নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জানা গেছে, মৎস্য বিভাগ, পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে তেঁতুলিয়া এবং বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এইসাথে ৪৫টি চরঘেরা জাল, ৬টি বেহুন্দি জাল এবং ১টি মশারি জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা জালগুলো রাঙ্গাবালী উপজেলার গহিনখালী লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা এই জালের বাজার মূল্য আনুমানিক ১৩ লক্ষ টাকা বলে জানান মৎস্য বিভাগ।
উপজেলা ফিশারিজ কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ অপসারণে এই বিশেষ কম্বিং অপারেশন। তৃতীয় ধাপে চলা ৮দিনের অভিযান ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।