
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মাতি জ্ঞাপন করেছেন। এ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী প্রাঙ্গণে ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে সূত্রে জানাযায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ সোমবার ৪৪ তম জাতীয় সমাবেশে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে – অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও অভিবাদন গ্রহণ, আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পদক বিতরণ, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজের সমাপ্তি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্প উদ্বোধন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪৪তম সমাবেশের কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানাযায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আগমন উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করনে একাডেমী সংশ্লিষ্ট এলাকার বেশকিছু কারখানা বন্ধ রাখার জন্য কারখানার কর্তৃপক্ষের নিকট বার্তা প্রেরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।