
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বোরবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলে করে জয়পুরার দিকে যাওয়ার সময় মহাসড়কের বাথুলি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।