
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মানিকছড়ি উপজেলার বড়ডলু উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
অনুষ্ঠানে সহকারি প্রধান শিক্ষক মো. মনির হোসেন’র স ালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ। এতে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তাবায়নে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার আহবান জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদেরকেও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। লেখাপড়ার পাশাপাশি দেশের উন্নয়নে অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে করতে হবে। তাবেই আগামী ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে গড়ে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পড়ালেখায় আরো মনযোগি হওয়ার আহবান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে আগামী জুনের মধ্যে বড়ডলু উচ্চ বিদ্যালয়ের দ্বিতলা ভবণের কাজ সমাপ্ত করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে মানিকছড়ি উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, সাবেক মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, যুবলীগ সভাপতি মো: সামায়উন ফরাজী সামু।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।