
স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহীতে ট্রেনের ধাক্কায় খড়িবাহী ট্রলির চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে জেলার পবা উপজেলার হরিয়ান রেলক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে খড়ি বোঝায় একটি ট্রলি রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগ্রামী পদ্মা এক্সপ্রেস ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রলির চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন, ট্রলির ড্রাইভার মোফাজ্জাল হোসেন (৩৫) ও হেলপার হাবিবুর রহমান হাবিব (২৩)। তারা জেলার পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামের বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।