
মোঃ শাহীন হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের পুরোনো ভবনটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। ভবনের ছাদ ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে, প্লাস্টার খসে পড়ছে এবং যে কোনো মুহূর্তে এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সাধারণ মানুষ ভবনের ভগ্নদশা নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রতিদিন প্রয়োজনীয় সেবা নিতে ইউনিয়ন পরিষদে আসতে হয় অসংখ্য মানুষকে। কিন্তু জরাজীর্ণ এই ভবনে প্রবেশ করলেই দুর্ঘটনার ভয় কাজ করে।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে ভবনটির সংস্কার হয়নি। একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। তারা দ্রুত জরাজীর্ণ ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দেরি হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।