
পরেশ চন্দ্র, স্টাফ রিপোর্টার: আজ পাঁচ অক্টোবর, ২০২৫ ইং বিশ্ব শিক্ষক দিবস।
জাতি গড়ার মহান কারিগর হচ্ছেন শিক্ষক। শ্রদ্ধা বোধ ও সম্মানের জায়গায় অটুট থাক্ বিশ্ব মানবতার জ্ঞানের প্রতীক, পথ প্রদর্শক, আলোকিত মানুষ গড়ার সেই মহান পেশার মহান শিক্ষক। একটি জাতিকে অন্ধকার ভেদ করে আলোর দ্বারপ্রান্তে উম্মোচিত করতে শিক্ষক নামের এই মহান পেশার মানুষটি যে অক্লান্ত পরিশ্রম করেন তা বলে শেষ করা যাবে না।
পিতা মাতার পরে যদি কোন দ্বিতীয় স্থান থাকে তবে সেটা হচ্ছে শিক্ষকের স্থান। অক্ষর জ্ঞান দান করা এবং মানুষের মতো মানুষ হিসেবে শিক্ষার্থীরা যেন গড়ে ওঠতে পারে তিনি সেই রুপ ভূমিকা পালন করেন। শিক্ষকের শাসন কখনো অভিশাপ নয় বরং আশীর্বাদ স্বরুপ। আজ উন্নত জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একটি জাতি যত বেশি শিক্ষিত ও মার্জিত হবেন তার পিছনে রয়েছে শিক্ষা গুরুজনের প্রবল পরিশ্রম। এবং সেই জাতি অবশ্যই সফলতার শীর্ষ স্থানে পৌঁছে থাকবেন। কিন্তু দুঃখের বিষয় এই যে, আমরা শিক্ষিত হতে চাই কিন্তু শিক্ষিত বিবেকের মর্যাদা দিতে জানি না। আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে এই মহান পেশার শিক্ষকদের লাঞ্ছিত ও অপমানিত হতে হয়। প্রত্যাশিত বেতন ভাতা সঠিক সময়ে প্রাপ্য হতে পারেন না।
রাজপথে তাঁদের দাবি দাওয়া পূরণে অনশন করতে হয়। যথাযথ সম্মান ও শ্রদ্ধা বোধ হতে তাঁদেরকে বঞ্চিত রাখা হয়। শিক্ষকদের অভুক্ত রেখে কোন জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করতে চাওয়া কাম্য নয়। সর্বপরি শিক্ষকদের সর্বোচ্চ সম্মাননা ও শ্রদ্ধা বোধের জায়গায় টুকু অটুট রাখা হোউক। মনে রাখবেন একজন ভালো শিক্ষক আজীবন ছাত্র।
আজ বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষা গুরু ও জাতি গড়ার নেপথ্যে যাঁদের ভূমিকা অনস্বীকার্য তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা বোধ ও সম্মানের জায়গায় অটুট থাক্ আমার প্রণাম।
সুস্থ থাকুন সুন্দর বাঁচুন। আগামী পৃথিবী হোউক আলোকিত, পৃথিবী টা হোউক মানুষের বাসযোগ্য। শুভকামনা রইল শিক্ষকদের প্রতি…….