1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে হিফজুল কুরআন প্রতিযোগীতায় হাফেজদের মিলন মেলা আওয়ামী লীগের আস্তিনের নিচে ১৫ বছর রাজনীতি করেছে জামায়াত: অভি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নির্বাহী প্রেসিডেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় খন্দকার মহিউদ্দিন সূফী আল কাদেরীকে সংবর্ধনা কয়রায় কালনা মহিলা আলিম মাদরাসায় নবীনবরণ তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ ফুলবাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৯৬ পরিবারে ৩৯২টি ছাগল বিতরণ মুন্সীগঞ্জে চরাঞ্চলে নির্বাচনের আগে উত্তপ্ত ৭ দিনের মাথায় আবারও খুন ধামরাইয়ে ইলেকট্রনিকসের দোকানে অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী পরীক্ষিত নেতা নিজাম ভুল বুঝো না আমায়

ঠাকুরগাঁওয়ে পাইকারি বাজারে সবজির দাম চড়া; কিছুটা স্বস্তি মরিচে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পাইকারি বাজারে উঠেছে আগাম শীতের সবজি। তবে গত কয়েকদিনের তুলনায় সবজির কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচের বাজারে। গত তিন-চার দিনের ব্যবধানে মরিচের দাম কমেছে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের কাঁচামালের সবচেয়ে বড় পাইকারি বাজার গোবিন্দনগর আরত ঘুরে দেখা গেছে, বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। বাজারে এসেছে ফুলকপি, মুলা, আগাম জাতের বেগুন, লাউ, করলা, গাজরসহ নানা ধরনের শাকসবজি।

এসব সবজির মধ্যে পাইকারি দরে ফুলকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, টমেটো ১১০ থেকে ১২০ টাকা, গাজর ১১০ থেকে ১২০ টাকা, প্রতি পিস লাউ ৩৫ টাকা, আলু ১২ থেকে ১৩ টাকা এবং বিভিন্ন ধরনের শাকের আটি ২ থেকে ৩ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

তবে কিছুটা স্বস্তির খবর এসেছে মরিচের বাজারে। কয়েকদিন আগেও কাঁচা মরিচের কেজি দাম ছিল ২৫০ থেকে ২৮০ টাকা, যা এখন নেমে এসেছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। বাজারে কথা হয় বিভিন্ন পাইকারি ব্যবসায়ীর সঙ্গে। তারা জানান, নতুন মৌসুমের সবজি বাজারে উঠলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ বাড়লে শিগগিরই দাম কমতে পারে বলে তারা আশাবাদী।

রকিবুল নামে এক ব্যবসায়ী বলেন, শীতের সবজি এখনো পুরোপুরি ওঠেনি। সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ী সোহেল রানা বলেন, কয়েকদিন বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে কৃষকেরা ঠিকভাবে সবজি তুলতে পারেননি। এ কারণেই বাজারে দাম বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম বলেন, কয়েকদিন আগেও ফুলকপি ছিল ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, এবং অন্যান্য সবজিও ছিল ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কম। এখন সবজির দাম একটু বেশি, তবে ৭-৮ দিনের মধ্যে দাম কমে আসবে বলে আশা করছি। ব্যবসায়ী চন্দন সরকার জানান, নতুন মৌসুমের সবজি বাজারে আসছে ধীরে ধীরে। সরবরাহ বাড়লে দামও স্বাভাবিক হবে। আসাদুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, এখনো চাহিদা বেশি, কিন্তু পণ্য কম। এই কারণে দাম একটু বেশি মনে হচ্ছে।
টানা বৃষ্টির প্রভাব বাজারে, বেড়েছে মাছ-সবজির দাম আরতদার সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্গাপূজার পর থেকেই কাঁচা মরিচের দাম কিছুটা কমতে শুরু করেছে। এখন পাইকারি বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে বলে আমরা আশা করছি। তবে ক্রেতারা মনে করছেন, খুচরা বাজারে দাম কিছুটা কমানো প্রয়োজন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD