প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৪:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৩:৫৭ পি.এম
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মির্জা রুবেল ওরফে সুমন (৪৫) নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের আগমুহূর্তে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। এর আগে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডের ন্যাচারাল নার্সারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মির্জা রুবেল ওরফে সুমন টাঙ্গাইর জেলা সদরের থানার নামদার কুমুল্লি গ্রামের মির্জা বিষু ওরফে আব্দুর রহমান বিশা খানের ছেলে। তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে ওই এলাকার পাকা সড়কের অপরে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের টহলটিম ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে নামতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা।
তবে পুলিশ তারপর ধাওয়া করে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার আব্দুর রহমান ওরফে বিশা খানকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান দৈনিক দেশের কন্ঠকে বলেন, গ্রেপ্তার মির্জা বিষুর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির ৬টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।