জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসো সহ সেলিম হাওলাদার নামের এক ব্যাক্তিকে আটক করেছে। সে ৬ নং কয়রা এলাকার মৃত এইচ,এম শওকত হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দিনগর রাত আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে তার বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসো সহ তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার ৬ নং কয়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসো সহ তাকে আটক করেছে যৌথ বাহিনী।
কয়রা থানার এস,আই তারিক মাহমুদ বলেন, নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে ৬নং কয়রা গ্রামে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংসো সহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে কয়রা থানায় মামলা হয়েছে।
তবে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে একটা কুচক্র মহল রাজনৈতিক ফাঁদা হাসিলের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান এর শ্যালক পরিচয় দিচ্ছে।
জামায়াতে ইসলামী কয়রা উপজেলা মিডিয়া সেলের পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবিষয় স্থানীয় দের সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন মূল চোরা হরিণ শিকারীরা সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।