
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে বাস্তবায়িত "দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি-উন্নয়ন প্রকল্প" এর আওতার উচ্চমূল্য নিরাপদ সবজি উৎপাদন প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।
গত (১৫ অক্টোবর) বুধবার বিকাল ৪টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের ছোয়ানি গ্রামে মাঠ দিবস অনুষ্ঠানে সবজি উৎপাদন প্রর্দশনীর আয়োজন করা হয়। মাঠ দিবসে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ মোস্তাফিন।
এসময় উপজেলা কৃষি অফিসের উপ কৃষি কর্মকর্তাগন ও ইউনিয়ন পর্যায়ের মাঠ কর্মীগনসহ স্থানীয় এলাকার কৃষক ও কৃষানীগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।