
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত সউদ সরকারের ২য় পুত্র সাদেক হাসান সজিব তার বড় ভাই সাব্বির হোসেন সবুজকে খুজে পাচ্ছেন না মর্মে গত ২৩ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি নিখোঁজ ডাইরী করেন।
তার ২দিন পর ২৫ সেপ্টেম্বর ফুলবাড়ী থানা পুলিশ তাদের পাশের গ্রাম মিরপুরে জমির মাঝখানে ডোবায় মস্তক বিহিন দ্বিখন্ডিত একটি লাশ উদ্ধার করেন। সেই লাশ সনাক্ত করে জানা যায় লাশটি সাব্বির হোসেন সবুজের। সেই সময় ফুলবাড়ী থানা পুলিশ আব্দুল হামিদসহ ৫ জনকে সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদের জন্য ফুলবাড়ী থানা নিয়ে আসে এবং জিজ্ঞাসা শেষে ৬ জনকে আসামী করে মামলা রুজু করা হয়। সেই দিন থেকে লাশের মথা খুঁজতে শুরু করে পুলিশ। গত ১৭ অক্টোবর মামলার ৬ নং আসামী আব্দুল হামিদকে রিমান্ডে নিলে সে সাব্বির হোসেন সবুজকে হত্যা করেছেন বলে স্বীকার করেন।
আজ ১৮ অক্টোবর শনিবার সকাল ৬ টায় আসামীকে সাথে নিয়ে মিরপুর ডোবার পাশে থাকা বরেন্দ্রর সেচ পাইপের ভিতর থেকে সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেন থানা পুলিশ। এসময় দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন,ফুলবাড়ী থানার অফিসর ইনচার্জ একেএম মহিবুলসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, আমরা বিভিন্নভাব তদন্ত করে আজ মস্তক উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করছি খুব শিঘ্রই বাকী আসামীদের বিষয়ে সিন্ধান্ত হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।