প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৯:১৪ পি.এম
রাণীশংকৈলে ভ্যান পাল্টি খেয়ে আদিবাসী যুবকের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়কে দুর্ঘটনায় শিকার হয়ে বিনয় মার্ডি (৩০) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাজেবাকসা ছঘরিয়া ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় মার্ডি বাজেবাকসা আদিবাসী হাটপাড়া এলাকার সামু মার্ডির ছেলে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র বর্মন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বিনয় মার্ডি নিজ বাড়ি থেকে অটোভ্যানে চড়ে কাতিহার হাটের উদ্দেশ্যে রওনা দেন। ভ্যানটি বাজেবাকসা- কাতিহার পাকা সড়কের ছয়ঘরিয়া ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি পাল্টি খেলে বিনয় ছিটকে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং শরীরে বিভিন্ন অংশে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করো জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।