
সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
পারিবারিক কলহের জেরে ঢাকার সাভার উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে সাভার পৌর এলাকার রাজাবাড়ি প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল মজিদ খানের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।
আটক হাফিজুর রহমান (৩৫) রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অলঙ্কারপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় জে কে গ্রুপের তৈরি পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কাজ করেন।
নিহত কহিনুর বেগম (২৮) কুড়িগ্রাম জেলার বাসিন্দা। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর হাফিজুরকে বিয়ে করেছিলেন।
আটক হাফিজুর বলেন, “বিকালে পরিবারের বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কহিনুর আমার গলা চেপে ধরলে বাঁচার জন্য পাশে থাকা ছুরি দিয়ে তার গলায় আঘাত করি।”
পুলিশ পরিদর্শক নয়ন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।