গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বালিয়াভাঙ্গায় অনুষ্ঠিত জমজমাট ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, খেলোয়াড় ও বিপুল সংখ্যক দর্শক।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন— তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটাতে হবে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরো এলাকায় খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।