
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিত্যক্ত সুইমিংপুল এলাকায় গাঁজাসহ দুই বহিরাগত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সুইমিংপুল সংলগ্ন স্থানে দুজন বসে গাঁজা প্রস্তুত করছে। এ সময় একজন কাঁচি দিয়ে গাঁজা কাটছিল। সাংবাদিক পরিচয় দিলে তারা জানায়, আমরা মাঝেমধ্যে এখানে গাঁজা খাই। এখানে তো সবাই খায়, কাউকে কিছু বলতে দেখি না।
গাঁজা সেবনের সংবাদ পাওয়ার কিছুক্ষণ পর নিরাপত্তাকর্মীরা এসে তাদেরকে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে যায়।
গ্রেফতারকৃত দুই বহিরাগত শিক্ষার্থী হলেন- আজিজুর রহমান শান্ত ও আসিফ হাসান। শান্ত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মিজানুর রহমান জাবির একাউন্টস অফিসের একজন স্টাফ। আর আসিফ গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেরওয়ানি বাজার এলাকায়।
আরও দেখা যায়, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সুইমিংপুল এলাকায় অবাধে চলছে মাদকসেবন ও অসামাজিক কার্যকলাপ। প্রশাসনের নজরদারি না থাকায় এ স্থানটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
এ বিষয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অসিম চন্দ্র রায় বলেন, বহিরাগত শিক্ষার্থী এসে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করবে—এটা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আমরা ছাড় দেব না।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের এক স্টাফের ছেলেও ছিল। মানবিক বিবেচনায় অভিভাবকদের মুচলেকা নিয়ে আজ ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।