
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টার // বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় নবনির্মিত এই কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক পৌর আহ্বায়ক মোঃ জাকির শরীফ, সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, যুবদল নেতা মোঃ রিয়াজ ভূঁইয়াসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, “গৌরনদী-আগৈলঝাড়া বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।