
চট্টগ্রাম প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশজাতীয়তাবাদী দল বিএনপি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম। সোমবারবিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীর। তবে তিনি জানিয়েছেন, এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যেকোনো কারণে যেকোনোসংশোধনী আসতে পারে।

প্রকাশিত তালিকায় গুরুত্বপূর্ণ নেতা সম্ভাব্য প্রার্থীর তালিকায় স্থান পাননি। তৃণমূল থেকে উঠে আসা আলোচিত চট্টগ্রাম-১৩(আনোয়ারা-কর্ণফুলী) রাজপথ থেকে একজন জিয়ার আদর্শের লড়াকু সৈনিক গণমানুষের নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলাবিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক একাদশ জাতীয় সংসদ নির্বাচনেবিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ।কিন্তু তার স্থলে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয়নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে দুঃসময়ে দলের পাশে থেকে রাজপথে নিজেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশ ও নির্দেশে সংগ্রামী এক সাহসী কণ্ঠস্বর হয়ে ওঠা মোস্তাফিজুর রহমান ।চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের মানুষের কাছে একজন মানবিক ও দরদী জননেতা হয়ে উঠেছেন। তৃণমূল থেকেশুরু করে এখন সবার মুখেই একটিই নাম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) নেতৃত্বের যোগ্য মোস্তাফিজুর রহমান। দেশেরমানুষ শান্তি চায়। তিনি ক্লিন ইমেজের একজন নেতা এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন।
একজন কর্মীবান্ধব তৃণমূলের আস্থার প্রতীক মোস্তাফিজুর রহমান। আওয়ামী লীগের ১৭ বছরের জুলুম-নির্যাতনে দলেরনেতাকর্মীদের আগলে রাখায় এই মোস্তাফিজুর রহমান। এছাড়া সব স্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে অন্য রকম একজনপ্রিয়তা অর্জন করেছেন । আওয়ামী লীগ সরকারের সব মিথ্যা মামলায় নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়া, নেতাকর্মীদেরপরিবারকে আর্থিক সহযোগিতা করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।
এতে সম্ভাব্য প্রার্থীর তালিকায় পরিবর্তনের সম্ভাবনা রয়ে গেছে। দলীয় সূত্র জানা গেছে, চট্টগ্রামের বাকি ৬টি আসনের প্রার্থীচূড়ান্ত করার প্রক্রিয়া এখনো চলছে। প্রয়োজন হলে ঘোষিত তালিকাতেও পরিবর্তন আনতে পারে বিএনপি।