
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারের আশুলিয়ায় আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার শের আলী মার্কেটের টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৯ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়নই গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের মূল পথ। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান।”
সভাপতিত্ব করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ আলমগীর কবির মুন্সি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জনাব মোঃ নাজমুল হোসাইন। এ সময় নেতৃবৃন্দ বলেন, “বাবু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।” আয়োজনে ছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা জেলা।
সভায় আরও উপস্থিত ছিলেন — আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুলী, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আমান হোসেন শেখ ভুট্টু, আশুলিয়া থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক অজী আবুল কাশেম। এছাড়াও স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।