প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৬:৪১ পি.এম
কুড়িগ্রামে নাব্য সংকটে ১১ দিন ধরে চিলমারী–রৌমারী ফেরি চলাচল বন্ধ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে চিলমারী–রৌমারী নৌ রুটে টানা ১০ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার মালবাহী যানবাহনসহ সাধারণ যাত্রীরা।
বুধবার (২৬ নভেম্বর) ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
তিনি জানান, ব্রহ্মপুত্র নদে নাব্যতার সংকটের ফলে ফেরি চলাচলের চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে কয়েক দফা নদী খননের কাজ শুরু করা হলেও স্থানীয়দের বাধার মুখে বর্তমানে খনন কার্যক্রম বন্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় ঘেঁষে খনন করায় ডানতীর রক্ষা প্রকল্পের ব্লক অনেক স্থানে দেবে গেছে। অপরিকল্পিত খননের ফলে নদী পাড়ে বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মমিন, সাইফুল ইসলাম, রাবেয়া ও অহিতন বেগম জানান, নদীর কিনার ঘেঁষে খনন করে পানির চ্যানেল তৈরি করায় কয়েকটি স্থানে ব্লক দেবে গেছে। এতে করে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা বলেন, কিনার থেকে দূরে খনন করে চ্যানেল তৈরি করা হলে এ ধরনের সমস্যা সৃষ্টি হতো না। তারা নদী খননের বিরোধী নন, তবে তা যেন তাদের ক্ষতির কারণ না হয়—সেটাই তাদের দাবি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, এ সময় নদীর পানি কমে যাওয়ায় নিয়মিতভাবে খনন কার্যক্রম পরিচালনা করতে হয়। তবে কয়েকটি স্থানে স্থানীয়দের বাধার কারণে খনন কাজ বর্তমানে বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে বাগুয়ার চর এলাকার কয়েকজন মানুষ ট্রলারযোগে এসে ড্রেজার বন্ধ করে দেন। এ বিষয়ে বুধবার বিকেলে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
এদিকে বিআইডব্লিউটিসির চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, গত ১৭ নভেম্বর থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে বিকল্প একটি নতুন রুট তৈরি করা হচ্ছে। নতুন রুটের কাজ শেষ হলে দ্রুতই ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চিলমারী পোর্ট অফিসার পুতুল চন্দ্র বলেন, স্থানীয়দের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেটি শতভাগ সত্য নাও হতে পারে। তবে যদি কোনো ঝুঁকি দেখা দেয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।