প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৭:২৬ পি.এম
আশুলিয়ায় বাগমারার যুবক শরীফ’সহ ১৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের বাঘেরবাজার এলাকায় পলমল গ্রুপ অব কোম্পানীর কর্টজ অ্যাপারেলস লিমিটেড–১ ফ্যাক্টরী থেকে তৈরি টি-শার্ট চুরি ও আত্মসাতের অভিযোগে রাজশাহী জেলার বাগমারা উপজেলার উদপাড়া গ্রামের মোঃ খায়রুলের ছেলে মোঃ শরীফ উদ্দিন (২০) কে আশুলিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গ্রেফতারকৃত অভিযুক্ত বর্তমানে আশুলিয়ার বাইপাইল এলাকার বসুন্ধরা আঃ কাদেরের কাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মামলা নং-৯২, তারিখ ২৩ নভেম্বর, দণ্ডবিধি ৩৮১/১০৯ ধারায় (চুরি ও সহযোগিতা) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এছাড়া, বিভিন্ন রাজনৈতিক মামলা ও অন্যান্য অভিযোগে ১৪ জন আসামিকে ঢাকা জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।