
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মহান আল্লাহ তায়ালার প্রতি কটূক্তি ও পবিত্র আল-কোরআনের আয়াত বিকৃতির অভিযোগে শিল্পী আবুল সরকারের ফাঁসি দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে সদরপুর থানার সামনে মেইন সড়কে সর্বস্তরের মুসলিম জনতা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওচিত্রে আবুল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে অঙ্গভঙ্গির মাধ্যমে কটূক্তি করেছেন এবং সুরা আন-নাসের অপব্যাখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বক্তাদের দাবি, “গ্রেফতারই যথেষ্ট নয়—তার বিরুদ্ধে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড (ফাঁসি) নিশ্চিত করতে হবে।”
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে অভিযোগিত বক্তব্য ও আচরণ জনমনে ক্ষোভ সৃষ্টি করে। স্থানীয় মুসলিমদের অনুভূতিতে আঘাত লাগায় এরই ধারাবাহিকতায় সদরপুরে এই ফাঁসি দাবির মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মুফতি মুহম্মদ জাকির হুসাইন ফরিদী। বক্তব্য রাখেন সদরপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুল আউয়াল, যুবনেতা আমানত উল্লাহ, আবুবকর পেয়াদা, মিজানুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবীব, শিক্ষক মাসুদ আলম, আবাবিল সংগঠনের সোহাগ শিকদারসহ আরও অনেকে।
এ সময় দূরদূরান্ত থেকে আসা শতাধিক মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।